শিরোনাম
গম বীজ উৎপাদনকারী কৃষক গ্রুপের( বীজ ব্লক) মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
বিস্তারিত
অদ্য ২৫.১১.২০২০ খ্রিস্টাব্দে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় হতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ২০২০-২১ অর্থ বছরের ০৮ টি গম বীজ ব্লকে গম ফসল প্রদর্শনীর উপকরণ (সার, বারি গাম ৩০ ও বারি গম ৩৩ জাতের বীজ, বালাইনাশক, সাইনবোর্ড এবং অন্যান্য) বিতরণ করা হয়।