Wellcome to National Portal

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, ধামইরহাট, নওগাঁর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
আমাদের অর্জন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামইরহাট সকল শ্রেণির কৃষকদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে যাচ্ছে। আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন হলোঃ
 
* ব্রি ধান ৪৮,৭১, ৮১, ৮৭, ও বিনা ১৭  এর সন্তোষজনক সম্প্রসারণ।
* উচ্চমূল্যে ফলবাগান (ড্রাগন, মাল্টা, আম, পেয়ারা, বারিম আম-৪) সম্প্রসারণ।
* জৈব বালাইনাশক (নিমের তেল, ইকোম্যাক), সেক্স ফেরোমোন ফাঁদ সম্প্রসারণ।
* ধামইরহাটে স্থানীয় নাকফজলী আমের ব্র্যান্ডিং করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এটির এখন ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে।
* অত্র উপজেলায় ৫০ টি বাণিজ্যিকভিত্তিতে কৃষি ফার্ম তৈরি।
* ৫০ জন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা তৈরি।
* ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ১০ জন মহিলার কর্মসংস্থান সুযোগ তৈরি।
* ধামইরহাটে স্থানীয়ভাবে তৈরি ধান মাড়াই (পাওয়ার থ্রেসার) যন্ত্র উৎপাদন বিষয়কে জাতীয়ভাবে তুলে ধরা হয়েছে।
* মসলা গ্রাম, ঔষধি গ্রাম স্থাপন।
* হাতের মুঠোয় কৃষি সেবা সম্প্রসারণ।