আমাদের অর্জন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামইরহাট সকল শ্রেণির কৃষকদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে যাচ্ছে। আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন হলোঃ
* ব্রি ধান ৪৮,৭১, ৮১, ৮৭, ও বিনা ১৭ এর সন্তোষজনক সম্প্রসারণ।
* উচ্চমূল্যে ফলবাগান (ড্রাগন, মাল্টা, আম, পেয়ারা, বারিম আম-৪) সম্প্রসারণ।
* জৈব বালাইনাশক (নিমের তেল, ইকোম্যাক), সেক্স ফেরোমোন ফাঁদ সম্প্রসারণ।
* ধামইরহাটে স্থানীয় নাকফজলী আমের ব্র্যান্ডিং করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এটির এখন ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে।
* অত্র উপজেলায় ৫০ টি বাণিজ্যিকভিত্তিতে কৃষি ফার্ম তৈরি।
* ৫০ জন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা তৈরি।
* ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ১০ জন মহিলার কর্মসংস্থান সুযোগ তৈরি।
* ধামইরহাটে স্থানীয়ভাবে তৈরি ধান মাড়াই (পাওয়ার থ্রেসার) যন্ত্র উৎপাদন বিষয়কে জাতীয়ভাবে তুলে ধরা হয়েছে।
* মসলা গ্রাম, ঔষধি গ্রাম স্থাপন।
* হাতের মুঠোয় কৃষি সেবা সম্প্রসারণ।