শিরোনাম
ডিএসসিও কর্তৃক আমন বীজ উৎপাদনের মাঠ মান যাচাই
বিস্তারিত
জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব ড. আব্দুল আজিজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আমন ধানের বীজ উৎপাদন ব্লক সমূহে কৃষকদের ট্রেনিং প্রাদান করেন এবং বীজ ব্লকের মাঠ পরিদর্শনপূর্বক বীজের মাঠ মান যাচাই করেন।