শিরোনাম
উপপরিচালকের ধামইরহাট কৃষি কার্যক্রম পরিদর্শন
বিস্তারিত
অদ্য ২২ই মার্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক জনাব মোঃ শামছুল ওয়াদুদ ধামইরহাটের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বারি গম ৩৩ এর মাঠ দিবসে অংশ নেন। এই মাঠ দিবসে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের মনিটরিং অফিসার জানাব মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা কৃষি অফিসার জনাব মোছাঃ শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মারুফ হোসেন, জনাব মোঃ মাসুদ রানা, জনাব মোঃ আবু সাইদ সহ কৃষক ও সংবাদকর্মীবৃন্দ।
উল্লিখিত অফিসারগন মাঠ দিবস শেষে গমের নমুনা ফসল কর্তন পর্যবেক্ষন করেন।
২২ মার্চ অপরাহ্নে উপপরিচালক আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান শেষ ধামইরহাটের আড়ানগর ইউনিয়নের বাস্তবায়িত প্রনোদনার সূর্যমুখীর খেত পরিদর্শন করেন। এ পরিদর্শনে অংশ নেয় ডিএই, নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব মোঃ মনজুর রহমান ও মনিটরিং অফিসার জানাব মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক।