বিস্তারিত
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় ২১.০৩.২০২১-২২.০৩.২০২১ এবং ২৩.০৩.২১-২৪.০৩.২১ তারিখে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি দুই ব্যাচ কৃষকে (৬০জন) প্রশিক্ষণ প্রদান হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক জনাব মোঃ শামছুল ওয়াদুদ , নওগাঁ জেলার জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মোঃ ড. আব্দুল আজিজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব মোঃ মনজুর রহমান, ডিএই, নওগাঁ; সিনিয়র হর্টিকালচারিস্ট জনাব আ.ন.ম আনোয়ারুল হাসান, হর্টিকালচার সেন্টার, বদলগাছী, নওগাঁ ; উপজেলা কৃষি অফিসার জনাব মোছাঃ শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোছাঃ আফরিনা পারভীন সহ অন্যান্য রিসোর্স পার্সন।