শিরোনাম
ধামইরহাটে কাজু বাদামের বাগান সৃজনে চারা রোপন উদ্বোধন।
বিস্তারিত
বিএমডিএ এর আয়োজনে ধামইরহাটে কাজু বাদামের বাগান সৃজনে চারা রোপন উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার হাটনগর গ্রামে কাজু বাদামের চারা রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: আজাহার আলী, ইউএনও জনাব গনপতি রায়, ইউএও জনাব মো: সেলিম রেজা, সহকারী প্রকৌশলী জনাব মো: হাবিবুল হাসান।