শিরোনাম
মুগ প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের (এসএম ই) মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
বিস্তারিত
অদ্য ১৮ই মার্চ ২০২০খ্রিস্টাব্দে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় হতে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলাবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্প (৩য় পর্যায়), এর ২০১৯-২০ অর্থ বছরে ডাল ফসলের (মুগ) প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের (এসএম ই) মাঝে সার, বীজ, বালাইনাশক ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।