শিরোনাম
প্রনোদনার আওতায় আপদকালীন নাবি জাতের বিআর 22 জাতের আমন ধানের চারা বিতরন করা হয়।
বিস্তারিত
প্রনোদনার আওতায় আপদকালীন নাবি জাতের বিআর 22 জাতের আমন ধানের চারা বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার জনাব মো: সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আসাদুজ্জামান সহ এসএএও গন উপস্থিত ছিলেন। মোট 22 জন কৃষকের মাঝে চারা বিতরন করা হয়।