বিস্তারিত
অদ্য ২৫ই মার্চ সমননিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি ফেজ-২) প্রকলের আওতায় কৃষক মাঠ স্কুল সমূহের শিখন বিনিময় ভ্রমণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনার্থী গনকে জাহানপুর এফএসএস ও পূর্ব রুপনারায়ন পুর এফএসএস এ ভ্রমনে নিয়ে যাওয়া হয়।
এই ভ্রমনে ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোছাঃ শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান ও জানাব মোছাঃ আফরিনা পারভীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আলেফ উদ্দিন সংশ্লিষ্ট ও স্কুলের ট্যাগ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।